সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবারে বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে চাল, ডাল, তেল, চিড়া ও মুড়িসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে শহরের ওয়েজখালীতে বাংলদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাঠে এই খাদ্যসামগ্রী বিতরণ করেন, বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার মো কামরুল আবেদীন ও লেফটেন্যান্ট মোহাম্মদ খালিদ।
এ সময় অরও উপস্থিত ছিলেন, বাংলদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সুনামগঞ্জ জেলা কমান্ড্যান্ট মো কামরুজ্জামান ও এ্যাডজুটেন্ট মো রফিকুল ইসলাম।
কমান্ডার মো কামরুল আবেদীন জানান, বাংলাদেশ নৌবাহিনীর দুটি ইউনিট সুনামগঞ্জ ও জামালগঞ্জে বন্যার্তদের উদ্ধারের পাশাপাশি ত্রাণকাজে অংশগ্রহণ করে। ইতোমধ্যে ২৭ হাজার ৩৪৫টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান ও ১৭ হাজার ৯২০টি পরিবারের মাঝে রান্নাকরা খাবার বিতরণ করা হয়েছে।
Leave a Reply