সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে নদীপথে চাঁদাবাজি বন্ধের দাবিতে নৌ শ্রমিকরা বুধবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন।
কর্মবিরতির পালন করে নৌ শ্রমিকরা জামালগঞ্জ-বিশ্বম্ভরপুর উপজেলার মিলনস্থল ফতেহপুর আবুয়া নদীতে দুই শতাধিক মালবাহী ভাল্কহেড (স্টিলবডি নৌকা), ভলগেট নৌকা ও সাধারণ নৌকা নোঙ্গর করে মানববন্ধন করেছেন।
এদিকে শ্রমিকদের নৌ ধর্মঘটের সংবাদ বিভিন্ন জাতীয় দৈনিক ও আঞ্চলিক পত্রিকায় প্রকাশের পর সিলেট রেঞ্জের পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো নজরুল ইসলাম সার্বিক পরিস্থিতি নিয়ে জামালগঞ্জ থানায় পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিমিয় করেছেন।
তিনি শ্রমিকদের আশ্বস্ত করেন, যত দ্রুত সম্ভব সুনামগঞ্জের নৌপথে চাঁদাবাজির বন্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এ সময় সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (দিরাই সার্কেল) মো সুরুত আলম, জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আতিকুর রহমান, স্থানীয় জানপ্রতিনিধি, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply