সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে এক নির্বাচনী পথসভায় বক্তারা বলেছেন, জেলার কোন আসনেই ‘নৌকা’র বিজয় কেউ ঠেকাতে পারবেনা।
সোমবার দুপুরে সুনামগঞ্জ-১ আসনে মহাজোট প্রার্থী বর্তমান সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের সমর্থনে যুবলীগ এ পথসভার আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের জেলা আহবায়ক খায়রুল হুদা চপল। তিনি আশা প্রকাশ করেন, এই আসনে ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বিপুল ভোটে জয়ী হবেন।
পথসভা শেষে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি বাদাঘাট বাজার থেকে বের হয়ে চাঁনপুর বাজার, বারকাটিলা ও চারাগাঁও বাজার সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বাঘলি বাজারে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় যুবলীগের জেলা আহবায়ক খায়রুল হুদা চপল, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, খন্দকার মঞ্জুর, সদস্য নূরুল ইসলাম বজলু, সবুজ কান্তি দাশ, বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন এবং তাহিরপুর উপজেলা যুগ্ম আহবায়ক রিপন আহমেদ ও হুমায়ূন কবির উপস্থিত ছিলেন।
Leave a Reply