সুনামগঞ্জ প্রতিনিধি : মরমী সাধক হাছন রাজার ৯৪তম মৃত্যুবার্ষিকী ছিল মঙ্গলবার; কিন্তু দিনটি সুনামগঞ্জে নীরবেই কেটে গেলো। শহরে উল্লেখ করার মতো কোন অনুষ্ঠান হয়নি।
হাছন রাজা ১৮৫৪ সালের ২১শে ডিসেম্বর সুনামগঞ্জ শহরের লক্ষণশ্রীর জমিদার পরিবারে জন্ম নেন। এই মরমী সাধক কয়েকশ গান রচনা করেছেন। তার গানে সহজ সরল স্বাভাবিক ভাষায় মানবতার চিরন্তন বাণী উচ্চারিত হয়েছিল। ১৯২২ সালের ৬ই ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন ।
হাছন রাজাকে নিয়ে সুনামগঞ্জবাসী গর্ব করেন। গর্ব করে বাংলাদেশ। অথচ তার মৃত্যুদিবস নীরবে-নিভৃতে পার হয়ে যায়।
Leave a Reply