সুনামগঞ্জ প্রতিনিধি : ‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে নিরাপদ সড়ক চাই সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের পুরাতন বাসস্টেশন থেকে সড়ক দুর্ঘটনা রোধে চালক, মালিক ও পথচারীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শোভাযাত্রা বের হয়ে শহর সড়ক প্রদক্ষিণ করে।
পরে ট্রাফিক পয়েন্টে এক পথসভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আহমদ, সুনামগঞ্জ মডেল থানার ওসি শহিদুল্লাহ, নিরাপদ সড়ক চাইয়ের বুরহান উদ্দিন, জেলা আহবায়ক আলম মহিম তালুকদার ও সদস্য সচিব মুমিত ইসলাম।
পথসভা শেষে শহরের পথচারী ও যান চালকদের হাতে লিফলেট তুলে দেয়া হয়।
Leave a Reply