বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জ সদর উপজেলায় বন্যার কবল থেকে বাঁচতে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে তিন ভাই-বোন প্রাণ হারিয়েছে।
তারা হলো উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মো সুহেল মিয়ার ১৩ বছরের মেয়ে ফারজানা বেগম, ৮ বছরের মেয়ে মারজানা বেগম ও ৬ বছরের ছেলে রাহিম মিয়া রবি।
রবিবার, ২ জুলাই দুপুরে গোবিন্দপুরের পাশে পশ্চিম কিত্তার হাওরে এই নৌকা ডুবির ঘটনাটি ঘটে। খবর পেয়ে আশেপাশের লোকজন অনেক খোঁজাঁখুজির পর মরদেহ তিনটি উদ্ধার করে।
পুলিশ ও গ্রামবাসী জানায়, এই শিশুদের বাবা-মা কাজের সন্ধানে পার্শ্ববর্তী শান্তিগঞ্জ উপজেলায় ছিলেন। অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে তাদের বসতঘরে পানি উঠতে দেখে তারা ছোট নৌকায় করে পার্শ্ববর্তী সড়কে নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে নৌকাটি পশ্চিম কিত্তার হাওরে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।
খবর পেয়ে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মী ও সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো আব্দুল ওয়াদুদও ঘটনাস্থলে যান এবং প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং পুলিশের পক্ষ থেকে যা কিছু করণীয় তা করা হবে।
Leave a Reply