সুনামগঞ্জ প্রতিনিধি : সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবিরোধী জনমত গঠনের লক্ষ্যে সুনামগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১১টায় জেলা তথ্য অফিস ও গণযোগাযোগ অধিদফতরের উদ্যোগে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা) সাবেরা আক্তার, পুলিশ সুপার হারুন অর রশীদ, জেলা তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেন, জেলা ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক নূরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, দেশে ইসলামের অপব্যাখা দিয়ে একশ্রেণির ধর্ম ব্যবসায়ী নতুন প্রজন্মকে বিভ্রান্ত করছে।
Leave a Reply