সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে নাশকতার পরিকল্পনা নিয়ে গোপন বৈঠকের সময় ছাত্র শিবিরের সিলেট মহানগর সভাপতি নজরুল ইসলাম এবং সুনামগঞ্জ জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ২০ জন শিবিরকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর দেড়টায় শহরের হাছননগরে ইসলামিক সেন্টারে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ তাদেরকে আটক করে। এ সময় আটককৃতদের নিকট হতে ৩ বস্তা জিহাদী বইও উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের এস আই আমিনুল ইসলাম, এস আই রিপন গোপ ও এ এস আই মামুনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
ডিবির ওসি কাজী মোক্তাদির হোসেন চৌধুরী জানান, আটককৃতদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Leave a Reply