সুনামগঞ্জ প্রতিনিধি : স্বাস্থ্য অধিদপ্তরের অধীনস্থ জাতীয় পুষ্টিসেবা ও বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সুনামগঞ্জে হাসপাতালের নার্সদের নিয়ে ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
আনিসা হেলথ কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টারে রবিবার সকালে এ কর্মশালার উদ্বোধন করেন, সাবেক অতিরিক্ত সিভিল সার্জন ডা একেএম মফিজুল ইসলাম।
আনিসা হেলথ কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আনসারুল হকের সভাপতিত্বে ও ডা সালেহ আহমেদ হামিদীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা জসিম উদ্দিন খান, সিনিয়র মেডিকেল কো-অর্ডিনেটর ডা মোহাম্মদ হোসাইন, ডা কাজী হাসিম রহমান, আনিসার ম্যানেজার মোরসালিন কিবরিয়া ও প্রজেক্ট অফিসার সেলিম রেজা।
Leave a Reply