সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী ও বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি সুনামগঞ্জের উদ্যোগে ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় শহীদ আবুল হোসেন মিলনায়তনে এই কার্যক্রম উদ্বোধন করেন সুনামগঞ্জ ও মৌলভীবাজার সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুন্নাহার বেগম শাহানা।
এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি সুনামগঞ্জের সভাপতি ফৌজিআরা শাম্মীর সভাপতিত্বে ও জাতীয় সমন্বয়কারী অনিতা দাস গুপ্তার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া।
Leave a Reply