সুনামগঞ্জ প্রতিনিধি : ‘জলাতঙ্ক অপরকে জানান, জীবন বাচাঁন’-এ প্রতিপ্রাদ্য নিয়ে সুনামগঞ্জে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে সুনামগঞ্জ প্রাণী সম্পদ বিভাগ ও স্বাস্থ্য অধিদফতরের উদ্যোগে সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা আশুতোষ দাসের সভাপতিত্বে ও জ্যেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ওমর ফারুকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা আব্দুল মোমেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা হাবিবুর রহমান, মেডিকেল অফিসার ডা আবুল কালাম আজাদ ও সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা রফিকুল ইসলাম।
বক্তারা জলাতঙ্ক সম্পর্কে সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দেন।
Leave a Reply