সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে নানা কর্মসূচিতে মোহনা টেলিভিশনের জন্মদিন উদযাপন করা হয়েছে।
শনিবার সকালে শিল্পকলা একাডেমি মিলনায়তনে কেক কেটে মোহনা দর্শক ফোরাম আয়োজিত কর্মসূচি উদ্বোধন করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান।
পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমিতে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। প্রেসক্লাব সভাপতি শেরগুল আহমদের সভাপতিত্বে এবং মোহনা টেলিভিশন প্রতিনিধি কুলেন্দু শেখর দাস ও দীপ্ত টিভি প্রতিনিধি সেলিম আহমদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল লতিফ জেপি, দিরাই উপজেলার চরনারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার, এটিএন বাংলা প্রতিনিধি পংঙ্কজ কান্তি দে, দৈনিক যুগান্তর প্রতিনিধি মাহবুবুর রহমান পীর, বাংলাভিশন প্রতিনিধি মাছুম হেলাল ও একুশে টিভি প্রতিনিধি আব্দুস সালাম।
পরে মোহনা টিভির সদ্য প্রয়াত ব্যবস্থাপনা পরিচালক জিয়াউদ্দিন আহমদ মজুমদার জুয়েলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
Leave a Reply