সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্র্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের বিবদমান তিনটি পক্ষ আলাদা আলাদভাবে কেককাটা, শোভাযাত্রা ও আলোচনা সভা করে।
রবিবার সকাল ১১টায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল নোমান ও জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শফিকুল হক শফিকের নেতৃত্বে শহরের কাজির পয়েন্টে লতিফা কমিউনিটি সেন্টারে কেক কাটা হয়।
পরে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উকিলপাড়া পয়েন্টে আসার পর পুলিশি বাধায় লতিফা কমিউনিটি সেন্টারে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শফিকুল হক শফিকের সভাপতিত্বে ও সদস্য মো শাহ আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, লিকসন, জুনেদ, সোহাগ, সুমন, বারেক, কবির, মেনন প্রমুখ।
Leave a Reply