সুনামগঞ্জ প্রতিনিধি : ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে কেক কাটা, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা ছাত্রলীগের উদ্যোগে শহরের হোসন বখত চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে যায়। সেখানে কেক কাটা হয়।
এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নাজমুল হক কিরণের সভাপতিত্বে ও সদস্য অভিজিৎ চৌধুরী টিংকুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট আপ্তাব উদ্দিন। আরো বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক দিপংঙ্কর কান্তি দে, দেওয়ান জিসান এনায়েত রেজা, সদস্য ফয়সল আহমদ ও ইশতিয়ার আলম পিয়াল।
Leave a Reply