সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে নবারুন উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মোবাইল অ্যাপস উদ্বোধন, চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
রবিবার সকালে চলচিত্র ও প্রকাশনা অধিদফতরের উদ্যোগে এবং জেলা গ্রশাসনের সহযোগিতায় ঐহিত্য জাদুঘর প্রাঙ্গণে নবারুণ উৎসব অনুিষ্ঠত হয়। এর উদ্বোধন করেন তথ্য সচিব মরতুজা আহমদ। জেলা প্রশাসক সাবিরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চলচিত্রর ও প্রকাশনা অধিদফতরের মহাপচিালক মোহাম্মদ ইসতাক হোসেন, সিভিল সার্জন ডা আশুতোষ দাস, শিক্ষাবিদ অধ্যাপক পরিমল কান্তি দে, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেন ও সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মফিজ উদ্দিন মোল্লা। সঞ্চালনায় ছিলেন, নবারুণ সাধারণ সম্পাদক নাসরীন জাহার লিপি।
প্রধান অতিথি তথ্য সচিব মোহাম্মদ মরতুজা আহমদ বলেন, সুনামগঞ্জে নবারুণ উৎসবের মাধ্যমে বর্তমান প্রজন্মের কাছে বঙ্গবন্ধু তথা মুক্তিযুদ্ধের ইতিহাস ঐহিত্য ছড়িয়ে দিতে হবে।
Leave a Reply