সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। সুরমা নদীর পানি বিপদ সীমার ৯১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এতে সুনামগঞ্জ শহরর কাজির পয়েন্ট, উকিলপাড়া, ষোলঘর, বড়পাড়া, নবীনগর, তেঘরিয়া ও পশ্চিম হাজীপাড়া বন্যা কবলিত হয়েছে।
জেলার তাহিরপুর, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার, দক্ষিণ সুনামগঞ্জ, ধর্মপাশা উপজেলা, দিরাই ও ছাতক উপজেলার ২০ হাজার ঘরবাড়ি প্লাবিত হচ্ছে। পানিবন্দি ৩ লাখ মানুষ। প্রায় ৪ হাজার ৬৩৬ হেক্টর রোপা আমন ধানও তলিয়ে গেয়ে।
এদিকে ত্রাণ ও দর্যোগ মন্ত্রণালয় বন্যার্তদের জন্যে নগদ ৫ লাখ টাকা, ১০০ মেট্রিক টন চাল ও ২ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে।
Leave a Reply