নিজস্ব প্রতিনিধি : সুনামগঞ্জের এক কলেজ ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে পুলিশ সিলেটের এক বিশ্ববিদ্যালয় ছাত্রকে গ্রেফতার করেছে।
এছাড়া ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার ভোরে সদর মডেল থানার এসআই একেএম জালাল উদ্দিনের নেতৃত্বে পুলিশ সিলেট কোতয়ালি মডেল থানা ও জালালাবাদ থানার সহায়তায় মহানগরীর আখালিয়া হতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ছাত্র সাইফুল ইসলামকে গ্রেফতার করে। সে সুনামগঞ্জ সদর উপজেলার কুরবান নগর ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের আক্রম আলীর ছেলে। তার বিরুদ্ধে সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ করা হয়েছে।
প্রায় একই সময়ে সদর মডেল থানার এসআই জিয়াউল হকের নেতৃত্বে পুলিশ সুনামগঞ্জ শহরের ওয়েজখালী জলিলপুর এলাকায় ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগে সুনু মিয়া নামের একজনকে দিরাই-মদরপুর রাস্তা থেকে গ্রেফতার করে। সে লক্ষণশ্রী ইউনিয়নের জলিলপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল্লাহ এই দুজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply