সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে দুর্লভপুর যুব ওয়ান্ডারার্স ক্লাব ও জালালপুর স্পোর্টিং ক্লাবের মধ্যে অনুষ্ঠিত খেলায় দুর্লভপুর যুব ওয়ান্ডারার্স ক্লাব ২-০ গোলে জালালপুর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।
পরে দুর্লভপুর যুব ওয়ান্ডারার্স ক্লাবের সভাপতি আব্দুল কদ্দুছের সভাপতিত্বে ও পরিচালক রায়হান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের সুনামগঞ্জ জেলা সভাপতি ফজলুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম উকিল, বাসকের সহ সভাপতি আলমগীর হোসেন, আব্দুল হান্নান, ইউনুস আলী, হবিবুর মেম্বার, তাজ উদ্দিন আহমেদ, আব্দুল মজিদ মেম্বার, অলিউর মেম্বার, জুয়েল মিয়া ও সাদ্দাম হোসেন।
Leave a Reply