সুনামগঞ্জ প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা সফল ও নির্বিঘ্ন করতে সুনামগঞ্জে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার উদ্যোগে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়নে এ প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিমল বণিকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে। এছাড়াও বক্তব্য রাখেন, যোগেশ্বর দাস, অ্যাডভোকেট স্বপন কুমার দাস রায়, অ্যাডভোকেট পরিতোষ রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দীপক ঘোষ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী, অ্যাডভোকেট গৌরাঙ্গ চক্রবর্তী, দেবব্রত দাস ও অ্যাডভোকেট রাধাকান্ত সূত্রধর।
Leave a Reply