সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা কৌরকার সংঘের সদস্য সেলুন ব্যবসায়ী দুই সহোদর বিপ্লব দাস ও কংকন দাসের উপর হামলাকারী মোশারফ হোসেন লিটনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।
সোমবার সকালে জেলা কৌরকার সংঘের উদ্যোগে শহরের ষোলঘর পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
এসময় বক্তব্য রাখেন, জেলা কৌরকার সংঘের আহবায়ক নিতাই চন্দ, সুনামগঞ্জ সদর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিঠুন চন্দ, সমাজকর্মী সুমন আহমদ, শাহীনূর আহমদ ও জিকু দাস।
উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর শহরের ঘোলঘর পয়েন্টে এ হামলার ঘটনা ঘটে।
Leave a Reply