সুনামগঞ্জ প্রতিনিধি : উন্নয়নের অগ্রযাত্রায় ২০৩০ সালের মধ্যে ডিজিটাল বাংলদেশকে টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে মডেল এসডিসি রাষ্ট্র এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সুনামগঞ্জে দুদিনব্যাপী ডিজিটাল মেলা শুরু হচ্ছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো জাকির হোসেনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার আশরাফের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) শেখ মহিউদ্দিন, সহকারী কমিশনার ইফতি আরা, বীরমুক্তিযোদ্ধা মো আবু সুফিয়ান, সাংবাদিক কুলেন্দু শেখর দাস, মো করিম আহমেদ, মো জাকির হোসেন, এ কে মিলন আহমদ, লিটন আহমদ ও মো তুষার আহমদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার থেকে শহরের ঐহিত্য জাদুঘরের সামনে দুদিনব্যাপী ডিজিটাল উদ্ভোবনী মেলা অনুষ্ঠিত হবে।
Leave a Reply