সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে দুই সংসদ সদস্যের প্রভাব বিস্তারের অভিযোগ করা হয়েছে।
চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নূরুল হুদা মুকুট বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনের আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভপতি মতিউর রহমান, পৌর মেয়র আইয়ুব বখত জগলুল, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর ও পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নূরুল ইসলাম বজলু।
সংবাদ সম্মেলনে চেয়ারম্যান প্রার্থী নূরুল হুদা মুকুট অভিযোগ করেন, সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন ও সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক অপর চেয়ারম্যান প্রার্থী ব্যারিস্টার এনামুল কবির ইমনের পক্ষে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বাদের বাড়িতে ডেকে এনে নগদ ৫ হাজার টাকা করে ও নির্বাচনের পর ৫ লাখ টাকার প্রকল্প দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন।
এ ব্যাপারে তিনি প্রধান নির্বাচন কমিশন বরাবরে লিখিতভাবে অভিযোগ দিয়েছেন বলেও জানান।
Leave a Reply