সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে সুরমা নদীতে অবৈধভাবে মাছ ধরার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
বুধবার বিকেলে সদর উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ কুমার সিংহ ও জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সীমা রানী বিশ্বাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে প্রায় ২ লাখ টাকা মূল্যের ১০০টি কারেন্ট জাল আটক করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সদর থানার টিএসআই হেলাল উদ্দিন, নাজির লিয়াকত হোসেন ও মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী নিপার আহমেদ।
পরে সন্ধ্যায় আটক কারেন্ট জালগুলো পুড়িয়ে ধবংস করা হয়।
Leave a Reply