সুনামগঞ্জ প্রতিনিধি : এবারের দুই দফা বন্যায় সুনামগঞ্জ জেলা সদরসহ ১১টি উপজেলায় ৫শ কিলোমিটারের বেশি কাঁচাপাকা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। সবমিলিয়ে ক্ষতির পরিমাণ ৫শ কোটি টাকার উপরে। এছাড়া লক্ষাধিক মানুষও ক্ষতিগ্রস্ত হয়েছেন।
সুনামগঞ্জের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো মাহবুবুল আলম জানান, বন্যার কারণে রাস্তাঘাটের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণ করে মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। আশা করা হচ্ছে, দ্রুত রাস্তাগুলোর মেরামত কাজ সম্পন্ন করা হবে।
এদিকে সুনামগঞ্জে আবার বন্যার আশংকা বিরাজ করছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, ষোলঘরে সুরমা নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। এছাড়া সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জানিয়েছেন, বন্যার্তদের জন্য পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুদ রয়েছে এবং ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
Leave a Reply