সড়ক ও জনপথ অধিদফতরের শ্রমিক কর্মচারীদের ৭ দফা দাবি আদায়ে সুনামগঞ্জে মানববন্ধন করা হয়েছে।
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রবিবার দুপুরে সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন করা হয়। এতে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি গোলাম রব্বানী, সহ সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক মশিউর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক কবীর হোসেন।
বক্তারা বলেন, দাবি পূরণ না হলে আগামীতে অনির্দিষ্টকালের কর্মবিরতি সহ বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে।
Leave a Reply