সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় সভাপতি নূর আলম ভূঁইয়ার ব্যক্তিগত তহবিল থেকে সুনামগঞ্জের ৫ শতাধিক বন্যার্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে সংগঠনের সদর উপজেলা শাখার উদ্যোগে শহরের মহিলা কলেজের সামনে দলিল লেখক সমিতির কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় জ্যেষ্ঠ সহসভাপতি প্রদীপ পাল নিতাইয়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় সভাপতি নূর আলম ভূঁইয়া।
এছাড়া ও উপস্থিত ছিলেন, সংগঠনের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মো ইকবাল হোসেন, সুনামগঞ্জ জেলা শাখার সহসভাপতি নেজামুল হোসেন, সদস্য রেমা, আনোয়ার বারী, মর্তূজ আলী, আব্দুল খালিক প্রমুখ।
Leave a Reply