সুনামগঞ্জ প্রতিনিধি : ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের উদ্যোগে সুনামগঞ্জের বন্যার্ত ১ হাজার ৩৫০ পরিবারের জন্যে ২৬ মেট্রিক টন খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।
রাজধানীর এই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য, শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীদের অর্থায়নে প্রায় ১৬ লাখ টাকার চাল, ডাল, তেল, আলু পেঁয়াজ ও দুধসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বুধবার সকালে জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক অসীম চন্দ্র বণিক, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আনোয়ারুজ্জামান, আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষক মো রফিকুল ইসলাম, মো মহসীন হাওলাদার, মো আব্দুল জলিল ও মো আজিজুল হক।
সুনামগঞ্জ সদর, ছাতক ও জগন্নাথপুর উপজেলার বন্যার্ত পরিবারগুলোর মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসক মো জাহাঙ্গীর হোসেন সুনামগঞ্জ জেলা প্রসাসন ও জেলাবাসীর পক্ষ থেকে বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর জন্য ঢাকা মতিঝিল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য, শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।
Leave a Reply