সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি এবং সুনামগঞ্জবাসীকে নিয়ে কটাক্ষ করার অভিযোগে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল সহ ১৪০ জনকে আসামি করে জেলা আইনজীবী সমিতি আদালতে মামলা দায়ের করেছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ মুজিবুর রহমানের আদালতে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হক বাদি হয়ে এই মামলা দায়ের করেন।
আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য দুদকে প্রেরণ করার আদেশ দিয়েছেন।
মামলায় পানি উন্নয়ন বোর্ডের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল হাই সহ ১৫ জন কর্মকর্তা, ৪৬ জন ঠিকাদার ও ৩৯টি পিআইসির সভাপতি-সম্পাদককে আসামি করা হয়েছে।
Leave a Reply