সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত ৫০০ তৃতীয় লিঙ্গের মানুষ ও প্রতিবন্ধীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার করোনাকালীন সহায়তা দেওয়া হয়েছে।
বুধবার সকালে জেলা স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে এই সহায়তা হিসেবে প্রত্যেককে ১০ কেজি চাল ও নগদ ৫০০ টাকা করে দেওয়া হয়।
এই সহায়তা সবার হাতে তুলে দেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র নাদের বখত, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক-রাজস্ব মো জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক-শিক্ষা ও আইসিটি বিজন কুমার সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার মো জয়নাল আবেদীন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম ও সমাজসেবা অধিদপ্তরেরর উপ পরিচালক সুচিত্রা রায়।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, ইতোপূর্বে সুনামগঞ্জে নানা শ্রেণিপেশার কর্মহীন দুই হাজার পরিবারকে প্রধানমন্ত্রীর খাদ্যসহায়তা ও উপহারসামগ্রী দেওয়া হয়েছে।
Leave a Reply