সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের হোসেনপুর গ্রামে ৩টি পরিবারকে টাকা পাওয়ার মিথ্যা অপবাদ ও মামলা দিয়ে জেল খাটানোর পর এবার সমাজচ্যুৎ করে রাখার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে এই পরিবারগুলোর সদস্যরা নিজেদের বাড়ির রাস্তায় এ প্রতিবাদী কর্মসূচি পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মৃত মহর আলীর ছেলে মো রাজ্জাক মিয়া, হেলাল মিয়া, মানিক মিয়া, হরমুজ আলী, শামীম মিয়া, খোদেজা খাতুন, কামাল হোসেন, টুকেরঘাটের কটর মিয়া, রোজিনা খাতুন, লায়েক মিয়া ও সেফা খাতুন।
তারা জানান, হোসেনপুরের মৃত আস্তর আলীর ছেলে জমির হোসেন গ্রামের রাজ্জাক মিয়া ও তার ভাইয়দের নিকট ৩ লাখ ৩ হাজার টাকা পাবনে বলে আদালতে একটি মামলা দায়ের করলে তিনভাই একমাস জেল খেটে বের হন। এরপর গ্রামের আরজ আলী ও আব্দুল বারিকসহ সালিশ ব্যক্তিরা পাওনার বিষয় নিয়ে বৈঠকে বসার প্রস্তাব দেন; কিন্তু রাজ্জাক মিয়া বিষয়টি আদালতেই মীমাংসা হবে বলে জানালে ১২ ফেব্রুয়ারি সালিশানরা এই পরিবারগুলোকে সমাজচ্যুৎ ঘোষণা করে গ্রামের মসজিদে, বাজারে ও বিদ্যালয়ে যেতে নিষেধাজ্ঞা জারি করেন।
Leave a Reply