সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে বাংলাদেশ তামাক বিরোধী জোটের উদ্যোগে সিভিল সার্জন কার্যালয় ও স্বেচ্ছাসেবী সংস্থা আরডিএসএর সহযোগিতায় সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে ইপিআই ভবনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা আশুতোষ দাশ। বিশেষ অতিথি ছিলেন, সদর হাসপাতালের আরএমও ডা রফিকুল ইসলাম ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা আবুল কালাম। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা রামপদ রায়ের সভাপতিত্বে ও সিভিল সার্জনের কার্যালয়ের জ্যেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ওমর ফারুকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, আরডিএসএর নির্বাহী পরিচালক মিজানুল হক সরকার।
Leave a Reply