সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা প্রাণী সম্পদ অধিদফতর ‘করোনা ভাইরাস’ সংক্রমণরোধে কর্তব্যরত ডাক্তার ও সেবক-সেবিকাদের নিরাপত্তার জন্যে ৪৫০টি পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট-পিপিই দিয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রাণী সম্পদ কার্যালয়ে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা হাবিবুর রহমান খান সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা সজীব কবির ভূঁইয়ার কাছে এই পিপিইগুলো হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোহনা টেলিভিশন প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, চ্যানেল টুয়েন্টিফোর প্রতিনিধি এ আর জুয়েল, আনন্দ টিভি প্রতিনিধি এমরান হোসেন ও জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের অফিস সহায়ক বিশ্বনাথ রায়।
Leave a Reply