সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে জেলা প্রশাসক কাপ টি-২০ স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০১৭ শুরু হয়েছে।
রবিবার দুপুর ১২টায় সুনামগঞ্জ স্টেডিয়াম টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান। বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র আইয়ূব বখত জগলুল, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খায়রুল হুদা চপল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান এমদাদ রেজা চৌধুরী ও উপ কমিটির আহ্বায়ক রেজওয়ানুল হক রাজা।
এর আগে সুনামগঞ্জ স্টেডিয়াম থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উদ্বোধনী অনুষ্ঠানে এসে মিলিত হয়।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। এতে জেলার ১০টি উপজেলা থেকে ১টি করে এবং সদর উপজেলা থেকে ৬টি স্কুল দল অংশ নিচ্ছে।
Leave a Reply