সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা প্রশাসক কাপ টি টোয়েন্টি স্কুল ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে এবং সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সহযোগিতায় আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলা অুনষ্ঠিত হয়। এতে সদর উপজেলার জমিরুন নূর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও জামালগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা রানার্সআপ হয়।
পুরস্করি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমস্ত্রী এম এ মান্নান। সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক সাবিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সংসদ সদস্য ইজ্ঞিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, পুলিশ সুপার বরকতুল্লাহ খান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রাজা চৌধুরী, সদর মডেল থানার ওসি শহীদুল্লাহ, সিরাজুর রহমান, অ্যাডভোকেট বুরহান উদ্দিন দোলন ও তাসহিজ আহমদ। সঞ্চালনায় ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো কামরুজ্জামান।
Leave a Reply