সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নূরুল হুদা মুকুটকে নাগরিক সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
সোমবার বিকেলে শহরের বালুর মাঠে সুনামগঞ্জ পৌরসভার উদ্যোগে এ নাগরিক সংবর্ধনার আয়োজন করাা হয়।
আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ূব বখত জগলুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক আজিজুস সামাদ আজাদ ডন ও জেলা যুবলীগের আহবায়ক সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খায়রুল হুদা চপল। এছাড়াও আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply