বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জ শহরের নবীনগরে দেশের দীর্ঘতম নদী সুরমায় ‘জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে স্বপ্ন দেখি’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে হাওর এরিয়া আপলিফটমেন্ট সোসাইটি-হাউস, ক্লিন ও বিডব্লিউজিইডি এ ক্যাম্পেইনের আয়োজন করেছে।
ক্যাম্পেইনের প্রতিপাদ্য বিষয় ছিল ‘আমাদের স্বপ্ন : পরিষ্কার নদী, স্বচ্ছ আকাশ, নবায়নযোগ্য জ্বালানি’, যা পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়ন লক্ষ্যকে তুলে ধরে।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ, মাহিন চৌধুরী, ফারুক আহমদ, কামাল উদ্দিন, সুরঞ্জন বর্মন, শাওন আহমদ, জুবায়ের আহমদ, নোবেল আহমদ ও রাব্বী হোসেন।
অনুষ্ঠানে বক্তারা জানান, জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলছে। ফলে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন ও পরিবেশদূষণের সমস্যা বাড়ছে। নদী, আকাশ, বনভূমি এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদের ওপর বিরূপ প্রভাব পড়ছে, যা মানুষের জীবনযাত্রাকে ক্ষতিগ্রস্ত করছে।
এই সমস্যা সমাধানে নবায়নযোগ্য জ্বালানি যেমন সোলার, বায়ু ও জলবিদ্যুৎ শক্তি একটি নিরাপদ, পরিবেশবান্ধব ও দীর্ঘমেয়াদী সমাধান হতে পারে। নবায়নযোগ্য শক্তি ব্যবহার করলে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা কমে যাবে। এতে বায়ু ও জলদূষণ যেমন কমবে তেমনি পৃথিবীর তাপমাত্রাও স্থিতিশীল হবে। এছাড়া, নবায়নযোগ্য শক্তির ব্যবহার জনগণের জন্য আরও সাশ্রয়ী এবং গ্রামীণ জনগণের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে সহায়ক হবে বলেও তারা উল্লেখ করেন।