সুনামগঞ্জ প্রতিনিধি : ‘মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ ও ‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’-এ প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হতে যাচ্ছে।
এ উপলক্ষে বুধবার বিকেলে সুনামগঞ্জ মৎস্য অধিদফতরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের নিয়ে মতবিনিমিয় সভার আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক হারুণ অর রশিদের সভাপতিত্বে ও জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল হকের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শফি উল্ল্যাহ, বিজিবি ২৮ ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মাহাবুব আলম, সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সীমা রানী বিশ্বাস, শান্তিগঞ্জ হ্যাচারি অফিসার অশোক কুমার দাস ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস।
বক্তারা বলেন, সম্মিলিত প্রচেষ্টায় হারিয়ে যাওয়া দেশীয় প্রজাতির মাছগুলোর অস্তিত্ব ফিরিয়ে আনার সম্ভাবনা রয়েছে।
Leave a Reply