সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে ‘নিরাপদ মাছে ভরবো দেশ-ঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর সুনামগঞ্জের উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা সুনীল মন্ডলের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার উল হালিম। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো জয়নাল আবেদীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো ইমরান শাহরিয়ার, হ্যাচারি কর্মকর্তা মোজাম্মেল হক ও মৎস্য চাষী মাইনুদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার উল হালিম বলেন, মৎস্য খাত বাংলাদেশের একটি অপার সম্ভাবনাময় খাত। এই খাতকে এগিয়ে নিতে সরকার প্রতিবছর কোটি কোটি টাকা বরাদ্দ দিয়ে থাকে।
তিনি আরও বলেন, মৎস্যভাণ্ডার হিসেবে খ্যাত সুনামগঞ্জের হাওর ও জলাশয়ে বিভিন্ন প্রজাতির মিঠা পানির সুস্বাদু মাছ কালের আর্বতে হারিয়ে যেতে বসেছে।
প্রধান অতিথি মৎস্য চাষীসহ হাওর পারের কৃষক-শ্রমিক-জনতাকে পোণা মাছ নিধন থেকে বিরত থাকার আহবান জানান।
Leave a Reply