সুনামগঞ্জ প্রতিনিধি : ‘বিনা খরচে নিন আইনী সহায়তা, শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা’ এ স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকালে জেলা লিগ্যাল এইড কমিটি সুনামগঞ্জের উদ্যোগে জজ কোর্টের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা ও দায়রা জজ আদালত ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত), জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মহিউদ্দিন মুরাদের সভাপতিত্বে এবং জ্যেষ্ঠ সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির অফিসার সুলেখা দের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো জাকির হোসেন, মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ আব্দুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার মো সুমন মিয়া ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রবিউল রেইস রোকেস।
আলোচনা সভায় উঠে আসে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তৃণমূল পর্যায়ে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে যারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়ে অর্থের অভাবে আইনের শাসন থেকে বঞ্চিত হওয়ায় শংকায় থাকেন তাদেরকে বিনা টাকায় বিজ্ঞ আইনজীবী দিয়ে লিগ্যাল এইড কমিটির মাধ্যমে ন্যায় বিচার পাওয়ার সুযোগ করে দিয়েছে।
Leave a Reply