সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে জলমহালের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।
মঙ্গলবার বিকেল এ সংঘর্ষ হয়। পুলিশ জানায়, গোবিন্দপুর গ্রামের সুজাউর রহমান ও আশমত আলীর পক্ষের মধ্যে একটি জলমহালের দখলকে কেন্দ্র দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে আশমত আলীর পক্ষের সয়ফুল ইসলাম ও সুজাউর রহমান পক্ষের সাবেক মেম্বার ইকবালের বাকবিতণ্ডা হয়। পরে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। আহতদের সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল্লাহ জানান, এ ঘটনার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply