সুনামগঞ্জ প্রতিনিধি : ‘কৃষিই সমৃদ্ধি’ এই স্লোগান নিয়ে সুনামগঞ্জে শস্যের নিবিড়তা বৃদ্ধির কৌশল বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার জেলা শিল্পকলা একাডেমিতে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর দিনব্যাপী এই সেমিনারের আয়োজন করে। এতে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের সকল কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক জাহেদুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো আলতাবুর রহমান। নিধারিত বিষয়ে বক্তব্য রাখেন জাহেদুল হক, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মাহমুদুল ইসলাম নজরুল ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট সুনামগঞ্জ উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাজহারুল ইসলাম।
তারা বলেন, সুনামগঞ্জে ছোলা, নানা জাতের ডাল, বাদাম, সূর্যমুখী ও মসলা জাতীয় ফসল উৎপাদনের সম্ভাবনা আছে।
সেমিনারে আরো বক্তব্য রাখেন, ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী, ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রশিক্ষণ কর্মকর্তা স্বপন কুমার সাহা প্রমুখ।
Leave a Reply