সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে শ্রীকৃষ্ণের ৫ হাজার ২৪৭তম শুভ জন্মতিথি জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা সুনামগঞ্জে সকল ধর্মের মানুষ যুগ যুগ ধরে নির্বিঘ্নে ধর্মীর আচার অনুষ্ঠান পালন করছেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই মিলে, রক্ত দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন।
সোমবার সকালে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি প্রকৌশলী পি কে চৌধুরীর সভাপতিত্বে ও মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক রবীন আচার্য্যের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে যুক্ত হন, অতিরিক্ত জেলা প্রশাসক-রাজস্ব বিজন কুমার সিংহ ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব ডা দিলীপ কুমার ঘোষ। এ সময় আরো বক্তব্য রাখেন, সুনামগঞ্জ রামকৃষ্ণ মিশনের মহারাজ শ্রীমৎ স্বামী হৃদয়ানন্দ, রামকৃষ্ণ মিশনের সভাপতি, সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, সাধারণ সম্পাদক যোগেশ্বর দাস, সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়, সাধারণ সম্পাদক বিমল বণিক ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী।
Leave a Reply