সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ১০নং ওয়ার্ডের পরাজিত সদস্য প্রার্থী রেজা মিয়া তালুকদার ও তার সহযোগীরা ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো মুরাদ হোসেন ও প্যানেল চেয়ারম্যান মো আব্দু নূর সহ পরিষদের ১৩ জন সদস্য ও সদস্যার বিরুদ্ধে অপপ্রচার ও কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় সচেতন জাউয়াবাজার ইউনিয়নবাসীর উদ্যোগে বড়কাপন বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে বড়কাপন বাজারে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্যানেল চেয়ারম্যান মো আব্দুন নূরের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা মিছবাহ আহমদের সঞ্চলনায় এতে বক্তব্য রাখেন, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মুক্তাদির, উপজেলা যুবলীগ নেতা আবু বক্কর, রেজাউল করিম মইনুদ্দিন, ইউপি সদস্য হিরণ মিয়া, সোনাই মিয়া প্রমুখ।
বক্তারা অবিলম্বে ষড়যন্ত্রকারী রেজা মিয়া সহ তার সহযোগীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
Leave a Reply