সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের নারী জনপ্রতিনিধিদের অংশগ্রহণে নারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপী সুনামগঞ্জ সার্কিট হাউজের সম্মেলন কক্ষে ইএএলজি প্রকল্পের সহযোগিতায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইএএলজি প্রকল্পের ডিএফ সৈয়দ নজরুল ইসলামের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন।
তিনি জানান, ইএএলজি প্রকল্পটি সরকারের গৃহীত প্রকল্পগুলোর মধ্যে অন্যতম একটি সফল প্রকল্প। এ প্রকল্পের মাধ্যমে তাহিরপুর ও শান্তিগঞ্জ উপজেলায় নারী উন্নয়ন ফোরামকে অনেক সক্রিয় করা হয়েছে। একইভাবে জেলার বাকি ৯টি উপজেলার নারী উন্নয়ন ফোরামকে সক্রিয় করতে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
এছাড়াও বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া ও স্থানীয় সরকার বিভাগের সহকারী কমিশনার মো তুরাব হোসেন।
নারী সম্মেলন ১১টি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও ইএএলজি প্রকল্পভুক্ত ৩০টি ইউনিয়ন পরিষদের নারী মেম্বার উপস্থিত ছিলেন।
Leave a Reply