সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা শাখার ২৪তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সম্মেলনের উদ্বোধন করেন, বিশিষ্ট গণসংগীত শিল্পী সোনাফর আলী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য জলি তালুকদার ও ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লিটন নন্দী।
জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি তারেক চৌধুরীর সভাপতিত্বে ও শহর শাখার সাবেক সভাপতি দুর্জয় দাসের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক জেলা সভাপতি জালাল সুমন, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ, সরকারি কলেজ শাখার সভাপতি মনির হোসেন দুর্জয়, সহ সভাপতি বিমান দাস রাজীব, সাধারণ সম্পাদক নিমাই সরকার ও ছাত্রনেতা আসাদ মনি।
বক্তারা বলেন, স্বাধীনতার ৪৭ বছরেও ছাত্র সমাজের কাঙ্ক্ষিত অধিকার প্রতিষ্ঠিত হয়নি। শিক্ষাকে বাণিজ্যিকীকরণের ফলে সাধারণ পরিবারের সন্তানেরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।
Leave a Reply