সুনামগঞ্জ প্রতিনিধি : লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ভোলায় বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম নিহত হওয়ার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
সোমবার দুপুরে জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে শহরের পুরাতন বাস স্ট্যাণ্ডে জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে কামারখাল এলাকায় পৌঁছে শেষ হয়।
পরে সেখানের সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো সামছুজ্জামানের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের আহবায়ক মো জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ সভাপতি নাদির আহমদ, যুগ্মসম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন ও উপদেষ্টা খসরু মিয়া।
বিক্ষোভ মিছিলের আগে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলের উপস্থিতিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলীয় কার্যালয়ের সামনে আব্দুর রহিমের গায়েবি জানাজা অনুষ্ঠিত হয়।
Leave a Reply