সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ, পৌরসভা ও উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউপি সদস্য-সদস্যাদের উপস্থিতিতে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়াম্যান প্রার্থী নূরুল হুদা মুকুটের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২টায় ১৩৩ জন জনপ্রতিনিধির অংশগ্রহণে লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো আব্দুল ওদুদের সভাপতিত্বে ও পৌরসভার প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ূব বখত জগলুল। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো মকসুদ আলী, কুরবান নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো আবুল বরকত, মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো নূরুল হক, পৌরসভার কাউন্সিলর চঞ্চল কুমার লোহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র আয়ূব বখত জগলুল বলেন, সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনের মাধ্যম হলো জেলা পরিষদ। তাই আসন্ন নির্বাচনে যোগ্য প্রার্থী হিসেবে নূরুল হুদা মুকুট বিজয়ী হলে সুনামগঞ্জ জেলাবাসী উপকৃত হবেন।
Leave a Reply