সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন ‘করোনা’ আক্রান্তদের অবস্থা উন্নতির দিকে। ইতোমধ্যে দুইজন পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
জেলায় এপর্যন্ত ‘করোনা’য় আক্রান্ত হয়েছেন ৩৪ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হন ১২ জন। এর মধ্যে ২ জন পুরোপুরি সুস্থ হয়ে গেছেন। অন্যদের অবস্থাও উন্নতির দিকে। আবাসিক মেডিকেল অফিসার ডা রফিকুল ইসলাম আশা প্রকাশ করেন, এই ১০ জন কয়েকদিনের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবেন।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা শামস উদ্দিন জানান, সদর হাসপাতালে আইসোলেশনের ব্যবস্থা করা হলে এখানেই ‘করোনা’ আক্রান্তদের চিকিৎসাসেবা দিয়ে সুস্থ করে তোলা যেতো। সিলেট পাঠাতে হতোনা।
Leave a Reply