সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে ‘বিনা ৭, ১১, ১২, ১৭ ও ২২ জাতের উচ্চ ফলনশীল, বন্যা ও খরা সহিষ্ণু ধানের চাষাবাদ এবং ফলস সংরক্ষণ কলাকৌশল’ শীর্ষক কৃষক কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উপকেন্দ্র সুনামগঞ্জের উদ্যোগে শহরের হাছননগরে বিনা উপকেন্দ্রে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক সফর উদ্দিন। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা হাসানুজ্জামান রনির সভাপতিত্বে ও এসও মাহবুবুর রহমান অপুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, বৈজ্ঞানিক কর্মকর্তা তাজুল ইসলাম।
প্রশিক্ষণ কর্মশালা শেষে কৃষক-কৃষাণীদের মধ্যে বিনা জাতের ১ কেজি করে বীজ ধান বিতরণ করা হয়।
Leave a Reply