সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে চার দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে।
শনিবার সকাল ১১টায় সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় বালুর মাঠে এ কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক জাহেদুল ইসলাম, সিভিল সার্জন ডা আশুতোষ দাস ও সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা গৌতম রায়।
মেলায় কৃষি পণ্য ও কৃষি যন্ত্রপাতির ২০টি স্টল রয়েছে। মেলা চলবে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত।
Leave a Reply